বিজনেস সেটআপ

বাংলাদেশের ব্যবসা পরিচালনার জন্য বা কোন উদ্যোক্তা যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চায় তাহলে তার প্রথম পদক্ষেপ হবে একটি কোম্পানি নিবন্ধন করা।

একটি কোম্পানি গঠন করে বিজনেস সেটআপের জন্য যা যা প্রয়োজন:-

১। নামের ছাড়পত্র (কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য)

২। মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল অফ এ্যাসোসিয়েশন (কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য)

৩। ইটিন 

৪। বিন (BIN) 

৫। কারেন্ট ব্যাংক একাউন্ট

৬। ট্রেড লাইসেন্স

৭। ট্যাক্স ও ভ্যাট

৮। অন্যান্য প্রয়োজনীয় লাইসেন্স ও দলিলাদি (প্রয়োজনে) 

সঠিক সহজ এবং ঝমেলামুক্ত কোম্পানি গঠনের জন্য যা জানতে হবে –

একাধিক ব্যক্তি মিলে যদি কোম্পানি গঠন করতে চায় সেক্ষেত্রে লিমিটেড কোম্পানি নিবন্ধন করাই শ্রেয়। ২ থেকে ৫০ জন মিলে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করা যায়। বর্তমান আইন অনুযায়ী এখন এক ব্যক্তি কোম্পানি নিবন্ধন সম্ভব। আপনি যদি নতুন উদ্যোক্তা হন এবং আপনার যদি কোম্পানি নিবন্ধন বা প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে আইনিসেবা আপনাকে সঠিক দিকনির্দেশনা প্রদানসহ নিবন্ধনের কাজ সম্পন্ন করতে প্রস্তুত। কোম্পানি নিবন্ধন কিভাবে করবেন তা জানতে হলে আমাদের হটলাইন নম্বরে ফোন দিয়ে প্রতিনিধির সাথে কথা বলে বা অনলাইনে লাইভ চ্যাটের মাধ্যমে জানতে পারেন ।